অ্যাকসেসিবিলিটি লিংক

বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজার উত্তরাঞ্চল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে


গাজার উত্তরাঞ্চলে কয়েক ডজন ফিলিস্তিনি পরিবারকে বুধবার, ৪ ডিসেম্বর বাস্তুচ্যুত হতে বাধ্য করা হয়েছে ; ইসরায়েলি সামরিক বাহিনী তাদের একাধিক স্কুলবাড়ি থেকে বিতাড়িত করেছে। এই স্কুলগুলিকে তারা অস্থায়ী আশ্রয় হিসেবে ব্যবহার করছিল।

অনেকে পায়ে হেঁটেই এলাকা ত্যাগ করেছে। আবার কেউ কেউ শিশু, বয়স্ক ব্যক্তি ও অবশিষ্ট মালপত্র নিয়ে যেতে মোটরচালিত রিকশা, বাইসাইকেল বা গাধায় টানা গাড়ি ব্যবহার করেছে।

পলায়মান বেসামরিক নাগরিকরা বলেছেন, উত্তরাঞ্চলে ইসরায়েল তাদের মূল অভিযান আরও বাড়াচ্ছে। গাজা ভূখণ্ডের বিচ্ছিন্ন অংশ এই উত্তরাঞ্চলই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। অক্টোবরের শুরু থেকে ইসরায়েলি বাহিনী প্রায় সম্পূর্ণভাবে অবরোধ করে রেখেছে এই অঞ্চল। (এপি)

গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।⁣

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।⁣

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।⁣

👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7888580.html

বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।

XS
SM
MD
LG