বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে একটি হাসপাতালের কাছে বিমান হামলার পর সেখানে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪।
লোকজন আগুন নেভানোর জন্য এদিক ওদিক থেকে ছুটে আসছে।
ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার সরকার এবং তার রাশিয়ান মিত্র বিদ্রোহী আক্রমণের পরে ক্রমাগত বিমান হামলা চালিয়ে আসছে।
অবজারভেটরি জানিয়েছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের বেশ কয়েকটি এলাকায় সিরিয়া ও রাশিয়ার বিমান হামলায় পাঁচ শিশুসহ ১১ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
আলেপ্পোতে অন্যান্য হামলায় চারজন বেসামরিক লোক নিহত হয়েছে, যাদের মধ্যে দুইজন শিশু। তারা আরও বলে, বিমান হামলা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এলাকাকেও লক্ষ্য করে চালানো হয়েছে।