অ্যাকসেসিবিলিটি লিংক

কুয়েতে শীর্ষ সম্মেলনে যোগ দিতে উপসাগরীয় নেতারা পৌঁছেছেন 


গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) সদস্য দেশগুলির নেতাবৃন্দ জিসিসি সুপ্রিম কাউন্সিলের ৪৫তম অধিবেশনে যোগ দিতে কুয়েত সিটিতে পৌঁছেছেন। রবিবার,১ ডিসেম্বর, ২০২৪।

যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল এবং ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লেবাননে কার্যকর হওয়ার কয়েকদিন পরে এই শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।

তবে গাজা উপত্যকায় ইসরায়েল এবং ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে।

পরিষদটি একাধিকবার লেবাননের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

XS
SM
MD
LG