অ্যাকসেসিবিলিটি লিংক

হাই কোর্টের রায়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামি খালাস


একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতের বিচার “অবৈধ ও বাতিল” ঘোষণা করে রবিবার (১ ডিসেম্বর) রায় দিয়েছে হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়।

এই রায়ের ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৪ সালের ২১ অগাস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হওয়ার এই ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত ছিল।

জজ আদালত এ মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল।

আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাই কোর্ট বেঞ্চ রবিবার তারেক-বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছে।

তারেক রহমান এখন আছেন যুক্তরাজ্যে, আরেক খালাসপ্রাপ্ত আসামী লুৎফুজ্জামান বাবর আছেন কারাগারে।

XS
SM
MD
LG