অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প কাশ প্যাটেলকে এফবিআই'র প্রধান হিসেবে মনোনীত করতে চলেছেন


কাশ প্যাটেল। ফাইল ফটোঃ ৮ অক্টোবর, ২০২৪।
কাশ প্যাটেল। ফাইল ফটোঃ ৮ অক্টোবর, ২০২৪।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার জানান, তিনি সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ও তার প্রতি বিশ্বস্ত কাশ প্যাটেলকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা, এফবিআই'র নেতৃত্বভার দিতে চান।

এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি ব্যুরোর বর্তমান পরিচালক ক্রিস্টোফার রে'কে প্রতিস্থাপন করার ইঙ্গিত দিয়েছেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল জাতীয় গোয়েন্দা সংস্থা ও প্রতিরক্ষামন্ত্রী,উভয়েরই উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি এফবিআই থেকে তাদের গোয়েন্দা তথ্য জোগাড়ের ভূমিকা কেড়ে নেয়ার এবং যদি কোনো কর্মী ট্রাম্পের কর্মধারা মানতে অস্বীকার করেন, তাহলে তাকে বরখাস্ত করার আহ্বান জানান।

সেপ্টেম্বরে রক্ষণশীল “শন রায়ান শো” তে দেওয়া সাক্ষাৎকারে প্যাটেল বলেন, “গোয়েন্দা তথ্য জোগাড়ের কার্যক্রমেই রয়েছে এফবিআইর সবচেয়ে বড় সমস্যাগুলো। আমি এই উপকরণটি ভেঙে ফেলব। আমি একদিন এফবিআইর হুভার ভবন বন্ধ করে দেব এবং পরের দিন এটিকে ডিপ স্টেটের যাদুঘর হিসেবে নতুন করে উদ্বোধন করব।”

“এবং আমি সেই ভবনে কর্মরত সাত হাজার কর্মীকে নিয়ে তাদেরকে সারা আমেরিকাজুড়ে অপরাধীদের ধাওয়া করতে পাঠাব। আপনারাও পুলিশ। পুলিশের ভূমিকা পালন করুন”, জানান তিনি।

রিপাবলিকান রে

প্যাটেলের মনোনয়নের মাধ্যমে রিপাবলিকান দলের নেতা ট্রাম্প সম্ভবত রে'কে তার পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতিতে নিচ্ছেন। রে নিজেও একজন রিপাবলিকান এবং ট্রাম্পই তাকে প্রথমবারের মতো নিয়োগ দিয়েছিলেন। এফবিআইতে রে’র চাকরির ১০ বছরের মেয়াদ ২০২৭ সালের আগে শেষ হচ্ছে না।

প্যাটেলের মনোনয়ন নিশ্চিতে সিনেটের অনুমোদন প্রয়োজন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে এফবিআইর মুখপাত্র শনিবার বলেন, “প্রতিদিন এফবিআইর পুরুষ ও নারীরা যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্রমবর্ধমান হুমকি থেকে সুরক্ষা দেওয়ার জন্য কাজ করেন। পরিচালক রে এফবিআইর পুরুষ ও নারীদের, যেসব মানুষের সঙ্গে আমরা কাজ করি ও যাদের জন্য কাজ করি, তাদের প্রতি নজর অব্যাহত রেখেছেন।”

আইন অনুযায়ী, ব্যুরোকে রাজনীতি থেকে সুরক্ষিত রাখতে এফবিআইর পরিচালকদের চাকরির মেয়াদ ১০ বছর নির্ধারণ করা হয়ে থাকে।

ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার বিরুদ্ধে ২০১৭ সালে তদন্ত পরিচালনার পর জেমস কমিকে বরখাস্ত করে রে'কে নিয়োগ করেন ট্রাম্প। তিনি বারবার ট্রাম্প সমর্থকদের ক্রোধের শিকার হয়েছেন।

নিউ ইয়র্কের জন্ম নেয়া ৪৪ বছর বয়সী প্যাটেল এর আগে কেন্দ্রীয় সরকারের কৌঁসুলি ও আইনজীবী হিসেবে কাজ করেছেন। গুজরাটি বংশোদ্ভূত এই কৌঁসুলির পুরো নাম কাশাপ প্রমোদ ভিনোদ প্যাটেল।

XS
SM
MD
LG