অ্যাকসেসিবিলিটি লিংক

যুদ্ধবিরতি চুক্তির পর লেবাননের সেনারা সীমান্তের দিকে এগোচ্ছে


ইসরায়েল এবং হেজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরে ২৭ নভেম্বর বুধবার লেবাননের সামরিক যানবহরগুলি ইসরায়েল-লেবাননের সীমান্তের দিকে যেতে দেখা গেছে।

যুদ্ধবিরতি ভূমধ্যসাগরীয় দেশজুড়ে স্বস্তি এনেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে তীব্র বিমান হামলা ও সংঘর্ষের কয়েকদিন পরে এই যুদ্ধবিরতি সম্পন্ন হয়। তবে যুদ্ধবিরতির চুক্তিটি বহাল থাকবে কি না তা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন

হেজবুল্লাহ মঙ্গলবার ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করলে ইসরায়েল হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

লেবাননের সেনাবাহিনীসহ হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ লেবাননের টায়ার শহরে ফিরে এসেছে। (এপি)

গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।⁣

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।⁣

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।⁣

👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7879233.html

বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।

XS
SM
MD
LG