অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় এক প্রতিযোগিতায় সমবেত হয়েছেন বাজ-পালকেরা


লিবিয়ায় এক প্রতিযোগিতায় সমবেত হয়েছেন বাজ-পালকেরা
please wait

No media source currently available

0:00 0:00:32 0:00

বেনগাজির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাজপাখিদের নিয়ে দুই দিন ধরে চলা এক প্রতিযোগিতায় লিবিয়ার বাজ-পালকেরা তাদের কৌশল ও দক্ষতা দেখাচ্ছেন। সোমবার, ১১ নভেম্বর।

সংগঠকেরা বলছেন, লিবিয়া হেরিটেজ কার্নিভালের অংশ হিসেবে এই ধরনের প্রতিযোগিতা এই প্রথম। এখানে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে যা দিয়ে পাখির গতিবেগ মাপা যাবে।

এই উৎসবে বিভিন্ন ধরনের খেলাধুলা রয়েছে, যেমন উট ও ঘোড়ার দৌড়। সংগঠকরা বলছেন, ঐতিহ্যবাহী খেলাগুলিকে পুনরায় ফিরিয়ে আনার প্রচেষ্টাই এর লক্ষ্য।

সংগঠকদের বক্তব্য অনুযায়ী, ১০০ জন প্রতিযোগীর সবাই লিবিয়ার নাগরিক; পাশাপাশি উপসাগরীয় দেশগুলির বাজপাখি-প্রেমীরাও তাদের উৎসাহ দিতে ও সাহায্য করতে আসছেন। (রয়টার্স)

XS
SM
MD
LG