জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিককে মনোনীত করেছেন ডনাল্ড ট্রাম্প। সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট এ কথা বলেন, জানায় রয়টার্স।
তিনি বলেন, “আমার মন্ত্রিসভায় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য চেয়ারম্যান এলিস স্টেফানিককে মনোনীত করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এলিস অবিশ্বাস্যভাবে শক্তিশালী, কঠোর এবং স্মার্ট আমেরিকান ফার্স্ট যোদ্ধা।”
নিউইয়র্কের প্রতিনিধি এবং হাউস অফ কনফারেন্স-এর চেয়ার স্টেফানিক ছিলেন ট্রাম্পের ঘোর মিত্র।
মন্তব্য জানার জন্য তার কাছে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সাবেক প্রার্থী নিকি হ্যালি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে তার প্রশাসনের যোগ দিতে বলা হবে না বলে জানান ট্রাম্প।
হ্যালি তার আগের মেয়াদে ট্রাম্পের অধীনে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দলীয় প্রাইমারিতে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সময় কঠোর সমালোচনা করলেও পরে প্রেসিডেন্ট প্রার্থী পদে ট্রাম্পকে সমর্থন করেছিলেন।
২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের আগে ট্রাম্প তার প্রশাসনে কাজ করার জন্য সম্ভাব্য প্রার্থীদের সাথে বৈঠক করছেন।
শুক্রবার রয়টার্স জানায়, ট্রাম্প বিশিষ্ট বিনিয়োগকারী স্কট বেসেন্টের সাথেও সাক্ষাৎ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে অর্থমন্ত্রী পদের জন্য সম্ভাব্য প্রার্থী।