অ্যাকসেসিবিলিটি লিংক

কিয়েভে রাতের মধ্যে ব্যাপক ড্রোন হামলা, দমকল কর্মীরা আগুন নেভাতে লড়াই করছেন


▶️ ইউক্রেনের কর্তৃপক্ষ বলেছে, রাশিয়ার আরও একটি ড্রোন হামলায় কিয়েভকে নিশানা করা হয়েছে; এই হামলায় দুইজন আহত হয়েছেন, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু জেলায় আগুন ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার, ৭ নভেম্বর।

এরই মধ্যে সে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার হামলায় খেরসন ও সুমিতে ইউক্রেনের দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি, প্রায় তিন বছর আগে রাশিয়া তাদের আক্রমণ শুরুর প্রথম দিন থেকে ইউক্রেনের রাজধানীকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ধারাবাহিক হামলার নিশানা করেছে।

কর্মকর্তারা বলেছেন, নভেম্বরের প্রথম সপ্তাহের ছয় দিন ও অক্টোবরের ২০ দিন ধরে রাজধানীকে ড্রোন হামলার নিশানা করা হয়েছে। (এএফপি)

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে। দু'বছর পরও ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রয়েছে।

👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7855044.html

বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।

XS
SM
MD
LG