যুক্তরাষ্ট্রে নির্বাচনের পরদিন বুধবার ফ্লোরিডার পাম বিচে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মারা-লাগো বাস ভবনের সামনে গণমাধ্যমগুলো অবস্থান নেয়। নির্বাচনের পর ট্রাম্পের বাস ভবনের বাইরে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস বুধবার নির্বাচনে তার পরাজয় স্বীকার করে নেন এবং ফোন করে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে তার বিজয়ে অভিনন্দন জানান। হ্যারিস তার সমর্থকদের বলেছেন, দেশের জন্য প্রগতিশীল দৃষ্টিভঙ্গির লড়াই থামিয়ে দেবার সময় এখন নয়।
যুক্তরাষ্ট্রের ফেডারাল রিজার্ভ বৃহস্পতিবার তার নীতি-নির্ধারক বৈঠক শেষে বেঞ্চমার্ক সুদের হার পারসেন্টেজ পয়েন্টের এক চতুর্থাংশ হ্রাস করবে বলে ধারণা করা হচ্ছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে সুদের হার কমানোর কথা বলেছিলেন।