৯ দফা দাবি ঘোষণার মধ্য দিয়ে মঙ্গলবার (৫ই নভেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা-মাশায়েখদের ইসলামিক সম্মেলন শেষ হলো।
এই নয় দফার মধ্যে ছিল ২০১৩ সালের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার ও আলেমদের বিরুদ্ধে সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার।
৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বামপন্থী রাজনীতিক রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ ৩৪ জনের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে “নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার” অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
এই সম্মেলনে বাংলাদেশে কওমি মাদ্রাসা, তাবলিগ জামাত ও ইসলামকে রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট আলেম ও নেতারা।
এছাড়া টঙ্গীর ইজতেমা ময়দানে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সাদ কান্ধলভির সমর্থকদের বিচার এবং তার বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধের দাবি জানান।
একই সাথে কাকরাইল মসজিদে সাদ সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ করা এবং বাংলাদেশে কাদিয়ানিদের আনুষ্ঠানিকভাবে 'অমুসলিম' ঘোষণা করার দাবি জানায় তারা।
মঙ্গলবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনে যোগ দিতে আলেমসহ হাজার হাজার মানুষ জড়ো হতে থাকেন এবং ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ উপস্থিত হয়।