অ্যাকসেসিবিলিটি লিংক

বিজয় ঘোষণা করলেন ডনাল্ড ট্রাম্প

১৪:৩২ ৬.১১.২০২৪

সমৃদ্ধ আমেরিকা গড়ার অঙ্গিকার করলেন ট্রাম্প

ডনাল্ড ট্রাম্প, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং ছেলে ব্যারন ট্রাম্প। ফটোঃ ৬ নভেম্বর, ২০২৪।
ডনাল্ড ট্রাম্প, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং ছেলে ব্যারন ট্রাম্প। ফটোঃ ৬ নভেম্বর, ২০২৪।

ডনাল্ড ট্রাম্প বুধবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় ঘোষণা দিয়ে তাঁর সমর্থকদের বলেন তিনি একটি “শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ আমেরিকা তৈরি না পর্যন্ত বিশ্রাম নেবেন না।”

“প্রতিটি দিন আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আপনাদের জন্য লড়াই করবো,” ট্রাম্প ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে তাঁর সমর্থকদের সামনে দেয়া এক ভাষণে বলেন।

ট্রাম্প যখন ভাষণ দিতে মঞ্চে উঠেন, তখন দেশের প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলো তাঁকে গুরুত্বপূর্ণ জর্জিয়া, নর্থ ক্যালিফর্নিয়া এবং পেনসিলভানিয়া রাজ্যে বিজয়ী ঘোষণা করে দিয়েছে।

এর ফলে, ট্রাম্পের মোট ইলেক্টরাল ভোট গিয়ে দাঁড়ায় ২৬৭-এ, অর্থাৎ চূড়ান্ত বিজয়ের জন্য তাঁর আর মাত্র ৩টি প্রয়োজন।

তাঁর প্রতিদ্বন্দ্বী, ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস সর্বশেষ ঘোষণায় মিনেসোটা রাজ্যে জয়লাভ করে ২২৪টি ইলেক্টরাল ভোট।

তবে, আর বাকি ছয়টি রাজ্যের মধ্যে মাত্র একটিতে হ্যারিস এগিয়ে ছিলেন। বিজয়ের জন্য প্রয়োজনীয় ইলেক্টরাল ভোট পাওয়া তাঁর জন্য প্রায় অসম্ভব।

১৩:৩৯ ৬.১১.২০২৪

চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে ডনাল্ড ট্রাম্প

Former US President and Republican presidential candidate Donald Trump speaks during an election night event at the West Palm Beach Convention Center in West Palm Beach, Florida, on November 6, 2024.
প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফটোঃ ৬ নভেম্বর, ২০২৪।

রিপাবলিকান দলের প্রার্থী প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভানিয়ায় জয়ের মাধ্যমে নির্বাচনে চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।

পেনসিলভানিয়ার ১৯টি ইলেক্টরাল ভোট তাঁর খাতায় যোগ হবার পর ট্রাম্পের মোট ইলেক্টরাল ভোট দাঁড়িয়েছে ২৬৭-তে। প্রেসিডেন্ট নির্বাচিত হবার জন্য তাঁর আর প্রয়োজন মাত্র ৩টি ভোট।

আরও সাতটি রাজ্যের ফলাফল এখনো ঘোষণা করা হয় নি, যার মধ্যে ট্রাম্প পাঁচটিতে এগিয়ে আছেন।

১২:১৪ ৬.১১.২০২৪

জর্জিয়ায় জয় পেলেন ডনাল্ড ট্রাম্প

পর পর দুটো ব্যাটলগ্রাউন্ড স্টেট-এ জয়লাভ করলেন ডনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের প্রার্থীকে প্রথমে নর্থ ক্যারোলাইনা, তারপর জর্জিয়াতে জয়ী ঘোষণা করা হয়েছে।

এই দুই জয় প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে চূড়ান্ত জয়ের কাছা-কাছি নিয়ে গেছে। তাঁর খাতায় এখন ২৪৬ ইলেক্টরাল ভোট যোগ হয়েছে – নির্বাচনে জয়ের জন্য তাঁর প্রয়োজন ২৭০।

অন্যান্য সুইং স্টেট – পেনসিলভানিয়া, মিশিগান, উইসকন্সিন, নেভাদা এবং অ্যারিজোনায় ভোট গণনা চলছে। এই পাঁচটি রাজ্যের সবগুলিতেই ৫০ শতাংশ বা আরও বেশি ভোট গণনার পর ট্রাম্প এগিয়ে ছিলেন।

ডেমোক্র্যাট দলের প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের জয়ের সম্ভাবনা প্রতি ঘণ্টায় ক্ষীণ মনে হচ্ছে।

১০:৩৯ ৬.১১.২০২৪

ব্যাটলগ্রাউন্ড রাজ্য নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প জয়ী

Workers at the Mecklenburg County Board of Elections, in Charlotte, North Carolina, unload and begin to sort secured bags of ballots and logs as they are brought in by car from polling locations across the county on November 5, 2024. (Photo by Grant BALDW
নর্থ ক্যারোলাইনার শারলট শহরে নির্বাচন কর্মীরা ব্যালট পেপার সিল করছেন। ফটোঃ ৫ নভেম্বর, ২০২৪।

প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য যে সাতটি রাজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে, তার অন্যতম নর্থ ক্যারলাইনায় রিপাবলিকান প্রার্থী প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন।

নর্থ ক্যারোলাইনায় জয়ের পর ট্রাম্পের ইলেক্টরাল ভোটের সংখ্যা দাঁড়ায় ২৩০-এ।

ডেমোক্র্যাট দলের প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ওরেগন, নিউ মেক্সিকো, ভার্জিনিয়া এবং হাওয়াই রাজ্যে জয়ী হন, যা প্রত্যাশিত ছিল। এর ফলে তাঁর খাতায় ইলেক্টরাল ভোটের সংখ্যা দাঁড়ালো ২১০-এ।

নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের জয়ের পর হ্যারিসের জন্য অন্য ব্যাটল্গ্রাউন্ড স্টেট – জর্জিয়া, পেনসিল্ভানিয়া, মিশিগান, উইসকন্সিন, অ্যারিজোনা আর নেভাদা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠলো।

আরও লোড করুন

XS
SM
MD
LG