গাজার খান ইউনিসে বাজার ও রুটি কারখানার বাইরে সমবেত হয়ে ফিলিস্তিনিরা খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য চিৎকার করছেন। বৃহস্পতিবার, ৩১ অক্টোবর।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি মঙ্গলবার অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যাতে গাজা ভূখণ্ডে দুর্ভিক্ষ এড়ানো যায়। তারা সতর্ক করেছে, সেখানকার মানবিক সংকট শীঘ্র আরও খারাপ দিকে যেতে পারে কেননা তাদের কথা অনুযায়ী, ত্রাণ সামগ্রী সরবরাহে গুরুতর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।
চলতি মাসে একটি বৈশ্বিক নজরদারি সংস্থা সতর্ক করেছে, সমগ্র ফিলিস্তিন ছিটমহলই দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। ইসরায়েলি সামরিক অভিযান উদ্বেগ বৃদ্ধি করছে এবং মানবিক সু্যোগ-সুবিধাকে ব্যাহত করছে।
ইসরায়েল বলছে, তারা মানবিক ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে না। (রয়টার্স)