অ্যাকসেসিবিলিটি লিংক

দেশে ফিরলো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল


দেশে ফিরলো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল
please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে ঢাকায় ফেরা বাংলাদেশ নারী ফুটবল দলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এরপর ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে সাংবাদিক সম্মেলন শেষে বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে বাফুফের উদ্দেশে রওনা হয় নারী দল।

দুই বছর আগে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পর ছাদখোলা বাসে করেই বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ফিরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তখন রাস্তার পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ অভিনন্দন জানিয়েছিল তাদের।

বাংলাদেশের নারী ফুটবল দল বুধবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন (সাফ) নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করেছে।

২০২২ সালের শিরোপা জয়ের পুনরাবৃত্তিতে বাংলাদেশ আবারও ফাইনালে নেপালকে পরাজিত করে সাত জাতির টুর্নামেন্টে তাদের অপরাজিত ধারা অব্যাহত রেখেছে।

XS
SM
MD
LG