অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিবের ভক্তদের সঙ্গে বিরোধিতাকারীদের সংঘর্ষ 


রোববার, ২০ অক্টোবর ঢাকার প্রধান ক্রিকেট স্টেডিয়ামের কাছে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সমর্থক ও সমালোচকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সাকিবের ভক্তরা তাকে একটি ফাইনাল ম্যাচ খেলতে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন, যেখানে সমালোচকরা তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথাকথিত 'ফ্যাসিবাদী শাসনের' 'হাতিয়ার' বলে অভিহিত করে। ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শত শত ভক্ত স্টেডিয়ামের কাছে জড়ো হয়ে সাকিবের ফিরে আসার এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলার জন্য স্লোগান দেয়।

বাংলাদেশ দলে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসেছিলেন সাকিব, কিন্তু পরে যুক্তরাষ্ট্রে ফেরার সিদ্ধান্ত নেন।

সাকিবের সমালোচকরা এলাকায় এসে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরও সহিংসতা এড়াতে সেখানে দাঙ্গা পুলিশ এবং সামরিক কর্মীদের মোতায়েন করা হয়।

সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রান তুলেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১৪ ম্যাচ খেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো টেস্ট জিততে পারেনি তারা।

সাকিবের জায়গায় দলে সুযোগ পেয়েছেন হাসান মুরাদ।

XS
SM
MD
LG