অ্যাকসেসিবিলিটি লিংক

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় অপহৃত জিম্মিদের সমর্থনে মঞ্চ পরিবেশনা

গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে মারাত্মক হামলা চালিয়ে প্রায় ২৪০ জনকে জিম্মি করে। সেই জিম্মিদের সমর্থকরা তেলআবিবে নামা লেভি নামক এক ইসরায়েলি সৈন্যের মুক্তির আহ্বান জানিয়ে একটি অনুষ্ঠান মঞ্চস্থ করে। শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪।

নামা লেভি গাজা ভূ-খন্ডের উপর একটি সেনা পর্যবেক্ষণ পোস্ট পরিচালনা করছিলেন এবং অপহরণের সময় তার পরনে ছিল রক্তাক্ত ধূসর সোয়েটপ্যান্ট। এই ফটো গ্যালারিতে অভিনেতাদের একই রকম রক্তমাখা সোয়েটপ্যান্ট পরা অবস্থায় দেখা যাচ্ছে।

গত বছর ৭ অক্টোবর হামলার পর থেকে হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত অক্টোবর থেকে ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৪২,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।


XS
SM
MD
LG