অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে হিজড়া সম্প্রদায়ের সদস্যদের সিঁদুর খেলা


ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের হিজরা সম্প্রদায়ের সদস্যরা সিঁদুর খেলার মাধ্যমে দুর্গা পূজার সমাপ্তি চিহ্নিত করেন। রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪।

ঐতিহ্যবাহী লাল-পাড়-সাদা শাড়ি পরে, হিজড়া সম্প্রদায়ও দেবী দুর্গার আরাধনায় একে অপরকে সিঁদুর মাখাতে উৎসবে যোগ দেয়।

সিঁদুর খেলা দুর্গাপূজার একটি রীতি যেখানে বিজয়া দশমীর দিন দেবীকে বিসর্জনের আগে বিবাহিত মহিলারা একে অপরের গালে সিঁদুর মাখায়। সিঁদুর খেলায় অংশ নিলে বিবাহিত নারীরা বিধবা হওয়া থেকে রক্ষা পাবে বলে বিশ্বাস করা হয়।

দুর্গাপূজা রাক্ষস রাজা মহিষাসুরের উপর দেবী দুর্গার বিজয়কে চিহ্নিত করে। উৎসবের সময় দেবী স্বপরিবারে স্বর্গ থেকে মর্তে অবতরণ করে পৃথিবীকে সমস্ত অসুর থেকে মুক্ত করে ভক্তদের সুখ ও সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করেন বলে বিশ্বাস করে হিন্দুরা।

দেবী দুর্গা নারীদের ক্ষমতা এবং শক্তির প্রতিনিধিত্ব করে যা পৃথিবী থেকে সমস্ত অশুভকে ধ্বংস করে। উৎসবটি দেবী তার সন্তানদের নিয়ে পৃথিবীতে তার পৈতৃক বাড়িতে বার্ষিক দর্শনের জন্য আসেন বলেও মানা হয়।

XS
SM
MD
LG