অ্যাকসেসিবিলিটি লিংক

আকস্মিক বন্যা ও ভূমিধসের পর বসনিয়ার নদীতে আবর্জনার স্তূপ 


গত সপ্তাহে বলকান দেশ বসনিয়ার বেশ কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নেরেতভা নদীটি আবর্জনা ও ধ্বংসাবশেষের স্তূপে আটকে যায়।

সাম্প্রতিক এই বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও অনেকে আহত হয়েছে।

জাব্লানিকা এবং নিকটবর্তী কনজিকের আশেপাশের এলাকায় ভারী বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দেয়, যা ঘুমিয়ে থাকা অবস্থায় স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ধ্বংস করে।

পানির স্তর বাড়তে থাকায় রাস্তা ও পাহাড় ধসে পড়ে এবং ভূমিধসের ঘটনাও ঘটে। এর ফলে গ্রামগুলিকে কর্দমাক্ত জল প্লাবিত করে এবং একাধিক এলাকা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

XS
SM
MD
LG