অ্যাকসেসিবিলিটি লিংক

অনলাইনে দক্ষিণ-এশীয় আমেরিকানদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য বাড়ছে, বলছে রিপোর্ট


ফাইল ছবি - ল্যাপটপে সোশ্যাল মিডিয়া এক্স-এর সাইন-ইন পেজ দেখা যাচ্ছে। ২৪ জুলাই, ২০২৩। 
ফাইল ছবি - ল্যাপটপে সোশ্যাল মিডিয়া এক্স-এর সাইন-ইন পেজ দেখা যাচ্ছে। ২৪ জুলাই, ২০২৩। 

বুধবার অলাভজনক গোষ্ঠী স্টপ এএপিআই হেট-এর প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ২০২৩ এবং ২০২৪ সালে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আমেরিকানদের বিরুদ্ধে অনলাইনে ঘৃণামূলক বক্তব্য ক্রমশ বৃদ্ধি পেয়েছ, যখন এই সম্প্রদায়ের রাজনীতিবিদদের গুরুত্ব বেড়েছে।

কেন গুরুত্বপূর্ণ

ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী এবং ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত। একই ভাবে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী নিকি হেইলি এবং বিবেক রামাসোয়ামী ভারতীয় বংশোদ্ভূত। রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্সের স্ত্রী ঊষা ভ্যান্সও ভারতীয় আমেরিকান।

হ্যারিস ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন।

রিপোর্টে বলা হয়েছে, জানুয়ারী ২০২৩ সাল থেকে আগস্ট ২০২৪ সাল পর্যন্ত অনলাইনের উগ্রপন্থী স্পেসগুলিতে এশিয়া-বিরোধী ঘৃণামূলক মন্তব্য ক্রমশ বৃদ্ধি পেয়েছে।

অলাভজনক গোষ্ঠীটি এই মাত্রা বৃদ্ধির পিছনে একটি "বিষাক্ত রাজনৈতিক পরিবেশকে দোষারোপ করে। বেশ কয়েকজন নেতা এবং উগ্র ডানপন্থী মানুষ ধর্মান্ধ রাজনৈতিক বক্তব্য এবং বিভ্রান্তি ছড়াচ্ছে"।

স্টপ এএপিআই হেট বলে, "রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে উষা ভ্যান্স উপস্থিত হওয়ার পরে এবং কমালা হ্যারিসকে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে ঘোষণা করার পর ২০২৪ সালের আগস্টে এশীয় সম্প্রদায়ের প্রতি অনলাইনে হুমকিমূলক বক্তব্য সর্বোচ্চ স্তরে পৌঁছে।"

তারা আরও বলে, "দক্ষিণ এশীয় বিরোধী অনলাইন ঘৃণামূলক কর্মকান্ডের ক্রমবর্ধমান প্রসার... ২০২৩ এবং ২০২৪ সালে এই নির্বাচনের প্রক্রিয়ায় দক্ষিণ এশীয় রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধির সাথে সম্পর্কিত।"

ফাইল ছবি - প্রেসিডেন্ট পদপ্রার্থী কমালা হ্যারিস
ফাইল ছবি - প্রেসিডেন্ট পদপ্রার্থী কমালা হ্যারিস

প্রতিবেদনে বলা হয়, এশিয়ান আমেরিকানদের মধ্যে দক্ষিণ এশীয় সম্প্রদায়গুলিকে সবচেয়ে বেশি পরিমাণে এশিয়া-বিরোধী অনলাইন আগ্রাসনের লক্ষ্যবস্তু করা হয়। সেই সাথে এই সময়ের মধ্যে তাদের প্রতি ৬০ শতাংশ তিরস্কারমূলক শব্দ ব্যবহার করা হয়।

গত বছর উগ্রপন্থী অনলাইন স্পেসগুলিতে দক্ষিণ এশীয় বিদ্বেষী তিরস্কারমূলক শব্দ ২৩,০০০ থেকে ৪৬,০০০- এরও বেশি বা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এবং ২০২৪ সালের আগস্টে তা শীর্ষে পৌঁছেছে।

ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা সহ দেশ থেকে আসা মানুষদের সমন্বয়ে যুক্তরাষ্ট্রে প্রায় ৫৪ লক্ষ দক্ষিণ এশীয় বংশোদ্ভূত লোক বসবাস করছে।

XS
SM
MD
LG