বসনিয়ার বুটুরোভিক পোলইয়ে গ্রামের বাসিন্দারা সাম্প্রতিক মারাত্মক বন্যার ক্ষয়ক্ষতির পরিদর্শন করেন। সোমবার, ৭ অক্টোবর, ২০২৪।
দুর্যোগ শেষ হওয়ার পর জরুরী সেবা কর্মীরা নিখোঁজদের সন্ধান অব্যাহত রেখেছেন।
স্থানীয় কর্মকর্তাদের মতে, বসনিয়ার কেন্দ্র ও দক্ষিণে দুটি ক্যান্টন জুড়ে বন্যায় কমপক্ষে ১৯ জন মারা গেছে।
একটি অভূতপূর্ব গ্রীষ্মকালীন খরায় অনেক নদী এবং হ্রদ শুকিয়ে যাওয়ার পর এই বন্যার সূচনা হয়। এটি বলকান এবং ইউরোপের বেশিরভাগ অঞ্চল জুড়ে কৃষি এবং শহুরে এলাকায় জল সরবরাহকেও প্রভাবিত করেছিল।