অ্যাকসেসিবিলিটি লিংক

টাইফুন ক্রাথন আঘাত হানায় তাইওয়ানে ভয়াবহ বন্যা


টাইফুন ক্রাথন আঘাত হানায় তাইওয়ানে ভয়াবহ বন্যা
please wait

No media source currently available

0:00 0:00:44 0:00

তাইওয়ানের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুন ক্রাথন প্রধান বন্দর শহর কাওশিউং-এ উপকূল অতিক্রম করেছে, যার ফলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ভারী বৃষ্টিপাত ও বন্যার সৃষ্টি হয়েছে। । বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪।

শুক্রবারের মধ্যে, ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হবে এবং রাজধানী তাইপে পৌঁছানোর আগে অপেক্ষাকৃত দুর্বল একটি নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ক্র্যাথন আঘাত হানার আগে কাওশিউংয়ের বাসিন্দাদের বিপর্যয়কর বাতাস থেকে নিরাপদ থাকার জন্য সতর্ক করা হয়েছিল।

প্রায় ৪ কিমি বা ২.৫ মাইল বেগে তাইওয়ানের দিকে ধীর গতিতে অগ্রসর ঘূর্ণিঝড়টি গত পাঁচ দিনে দ্বীপের পূর্ব এবং দক্ষিণে বেশ কয়েকটি এলাকা প্লাবিত করেছে এবং হাজার হাজার মানুষকে পাহাড়ি বা নিচু এলাকা থেকে সরে যেতে বাধ্য করেছে।

দুই দিনের জন্য দ্বীপের চারপাশে স্কুল ও সরকারী অফিস বন্ধ রাখার পাশাপাশি সমস্ত অভ্যন্তরীণ ফ্লাইটও বাতিল করা হয়েছে।

এছাড়াও প্রবল বাতাস ও ভারী বর্ষণ জনশূন্য রাস্তাঘাটে আঘাত হেনেছে।

XS
SM
MD
LG