অ্যাকসেসিবিলিটি লিংক

পিগমি জলহস্তি মু ডেং স্থানীয় ব্যবসাগুলোর উন্নতিতে সহায়তা করছে


মু ডেং, জুলাই মাসে থাইল্যান্ডের খাও খেও চিড়িয়াখানায় জন্ম নেওয়া শিশু পিগমি জলহস্তি।

তার অপটু আকর্ষণীয় দুঃসাহসিক স্বভাবের জন্য সে সামাজিক যোগাযোগমাধ্যমে লক্ষ লক্ষ ভক্ত অর্জন করেছে এবং এই জনপ্রিয়তার সুবিধা নিয়ে আশেপাশের ব্যবসাগুলি উন্নতি করছে।

নিকটবর্তী দোকানগুলিতে এবং বেকারিতে মু ডেং সদৃশ কেক এবং খেলনা তৈরি করা হয়েছে।

তার জনপ্রিয়তা বিভিন্ন ধরনের অন্য ব্যবসাকে অনুপ্রাণিত করেছে। প্রসাধনী থেকে শুরু করে ফ্যাশন পর্যন্ত এবং এমনকি থাইল্যান্ড এবং বিদেশের বৈশ্বিক কর্পোরেশনগুলিরও দৃষ্টি আকর্ষণ করেছে। (রয়টার্স)

XS
SM
MD
LG