তেল আভিভ আর জেরুজালেমের কাছে বিস্ফোরণের আওয়াজ
ইসরায়েলী সেনাবাহিনী বলছে, ইরান তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। দেশ জুড়ে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়। বাসিন্দাদের বলা হয়েছে আশ্রয় কেন্দ্রের কাছে থাকার জন্য।
ইসরায়েলিদের মোবাইল ফোন এবং জাতীয় টেলিভিশনে এই নির্দেশ পাঠানো হয়।
ইরান বলেছে তারা ইসরায়েল লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
তেল আভিভ এবং জেরুজালেমের কাছে জানালা-কাঁপানো প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। তবে বিস্ফোরণের আওয়াজ ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানার আওয়াজ, নাকি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করার আওয়াজ, নাকি দুটোই, তা তাৎক্ষনিকভাবে পরিষ্কার ছিল না।
ইরানের হামলা প্রতিহত করার জন্য বাইডেনের নির্দেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার জন্য ইসরায়েলকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস হোয়াইট হাউস সিচুয়েশন রুম থেকে ঘটনা প্রবাহর দিকে নজর রাখছেন এবং তাদের জাতীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিত আপডেট পাচ্ছেন।
ইরান বলছে ক্ষেপণাস্ত্র আক্রমণ 'প্রথম ধাপ' মাত্র
- By এপি
ইসরায়েল লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দায় দাবী করে ইরান বলেছে, এই আক্রমণ “প্রথম ধাপ” মাত্র। তবে তারা বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। এই দাবী রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা এক বিবৃতিতে করা হয়।
বিবৃতিতে ইরান লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং ইরানি রেভলিউশনারি গার্ড বাহিনীর জেনেরাল আব্বাস নিলফরুশানের কথা স্মরণ করে, যারা গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।
বিবৃতিতে হামাসের নেতা ইসমাইল হানিয়েহ’র কথাও বোলা হয়, যিনি তেহরানে আততায়ীর হাতে নিহত হন। হানিয়ের হত্যার জন্য ইসরায়েলকে সন্দেহ করা হয়।
ইরানি হামলার জবাব দেবার অঙ্গীকার করলো ইসরায়েল
- By এএফপি
ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েল তার পছন্দের সময় এবং জায়গায় আক্রমণের জবাব দেবে।
“এই আক্রমণের পরিণতি আছে। আমাদের পরিকল্পনা আছে, এবং আমরা সেটা করার সময় এবং জায়গা ঠিক করবো আমাদের সিদ্ধান্ত অনুযায়ী,” ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হেগারি বলেন।