অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে ইসরায়েলের অঙ্গীকার, ইরানের পাল্টা হুমকি

০০:২৯ ২.১০.২০২৪

ইসরায়েল বলছে, ইরানি ক্ষেপণাস্ত্র আক্রমণের বিপদ 'কেটে গেছে'

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় তেল আভিভ আর জেরুজালেমের মাঝামাঝি ইসরায়েলি শহর শরেশ-এর কাছে এক সড়কের পাশে লোকজন আশ্রয় নেয়।
ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় তেল আভিভ আর জেরুজালেমের মাঝামাঝি ইসরায়েলি শহর শরেশ-এর কাছে এক সড়কের পাশে লোকজন আশ্রয় নেয়।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, ইরানের নিক্ষেপ করা প্রায় ২০০ ক্ষেপণাস্ত্রর বড় অংশ তারা ভুপাতিত করেছে।

আক্রমণ শুরু হওয়ার ঘণ্টাখানেক পর সামরিক বাহিনী ঘোষণা করে যে বিপদ কেটে গেছে এবং মানুষজনকে “সারা দেশে নিরাপদ জায়গা থেকে বের হয়ে আসার অনুমতি দেয়ার” সিধান্ত নেয়া হয়েছে।

ইরান মঙ্গলবার ইরান-সমর্থিত হিজবুল্লাহ এবং হামাস নেতাদের হত্যার জবাবে ইসরায়েল লক্ষ্য করে এক রাশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে গোটা ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

০০:১৩ ২.১০.২০২৪

ইরানি হামলার জবাব দেবার অঙ্গীকার করলো ইসরায়েল

FILE - Israeli military spokesman Rear Admiral Daniel Hagari speaks in Tel Aviv, Oct. 18, 2023. He said Dec. 15, 2023, that Israeli troops had mistakenly identified three hostages as a threat and had shot them in the Gaza City area of Shijaiyah.
ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হেগারি।

ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েল তার পছন্দের সময় এবং জায়গায় আক্রমণের জবাব দেবে।

“এই আক্রমণের পরিণতি আছে। আমাদের পরিকল্পনা আছে, এবং আমরা সেটা করার সময় এবং জায়গা ঠিক করবো আমাদের সিদ্ধান্ত অনুযায়ী,” ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হেগারি বলেন।

০০:০২ ২.১০.২০২৪

ইরান বলছে ক্ষেপণাস্ত্র আক্রমণ 'প্রথম ধাপ' মাত্র

This picture taken from the West Bank city of Hebron shows projectiles above the Israeli city of Ashdod on October 1, 2024.
ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের হেব্রন শহর থেকে তোলা ছবিতে ইসরায়েলি শহর অ্যাশডড-এর আকাশে ক্ষেপণাস্ত্র দেখা যাচ্ছে। ফটোঃ ১ অক্টোবর, ২০২৪।

ইসরায়েল লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দায় দাবী করে ইরান বলেছে, এই আক্রমণ “প্রথম ধাপ” মাত্র। তবে তারা বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। এই দাবী রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা এক বিবৃতিতে করা হয়।

বিবৃতিতে ইরান লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং ইরানি রেভলিউশনারি গার্ড বাহিনীর জেনেরাল আব্বাস নিলফরুশানের কথা স্মরণ করে, যারা গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।

বিবৃতিতে হামাসের নেতা ইসমাইল হানিয়েহ’র কথাও বোলা হয়, যিনি তেহরানে আততায়ীর হাতে নিহত হন। হানিয়ের হত্যার জন্য ইসরায়েলকে সন্দেহ করা হয়।

২৩:৪২ ১.১০.২০২৪

ইরানের হামলা প্রতিহত করার জন্য বাইডেনের নির্দেশ

US President Joe Biden delivers remarks on his administration's continued response efforts to Hurricane Helene in the Roosevelt Room of the White House in Washington, DC, on September 30, 2024. (Photo by Mandel NGAN / AFP)
প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার জন্য ইসরায়েলকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস হোয়াইট হাউস সিচুয়েশন রুম থেকে ঘটনা প্রবাহর দিকে নজর রাখছেন এবং তাদের জাতীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিত আপডেট পাচ্ছেন।

আরও লোড করুন

XS
SM
MD
LG