অ্যাকসেসিবিলিটি লিংক

পূর্ব ভারতে হিন্দুদের উৎসবের সময় পানিতে ডুবে কয়েক ডজন শিশুর মৃত্যু


বিহার, ভারত।
বিহার, ভারত।

পূর্ব ভারতের বিহারে হিন্দুদের তিন দিনব্যাপী উৎসবের অংশ হিসেবে নদী ও পুকুরে স্নান করতে গিয়ে কয়েক ডজন শিশু পানিতে তলিয়ে গেছে, জানিয়েছেন কর্মকর্তারা।

সম্প্রতি ভারী বৃষ্টিপাতে গোটা রাজ্যে জলস্তর বৃদ্ধি পেয়েছে।

বিহারের বিপর্যয় মোকাবেলা দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, এই রাজ্যের ১৫টি জেলায় পৃথক পৃথক ঘটনায় ৩৭ জন শিশুসহ কমপক্ষে ৪৬ জন জলে ডুবে গেছে। কর্তৃপক্ষ এ পর্যন্ত ৪৩টি মৃতদেহ উদ্ধার করেছে এবং নিখোঁজ তিনজনকে মৃত বলে ধারণা করা হচ্ছে।

বার্ষিক এই উৎসবে মায়েরা তাদের সন্তানদের কল্যাণের জন্য ২৪ ঘন্টা উপবাস করেন। নারীরা ‘প্রক্ষালন’ রীতি পালনের জন্য যখন নদী ও পুকুরের ধারে যান তখন তাদের সঙ্গে শিশুরাও থাকে অনেক সময়। বৃহস্পতিবার এই উৎসব শেষ হয়েছে।

রাজ্য সরকার প্রতিটি মৃতের পরিবারের জন্য ৪ লক্ষ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে।

ধর্মীয় উৎসবের সময় ডুবে যাওয়া ও পদপৃষ্ট হওয়ার মতো প্রাণঘাতি ঘটনা ভারতে প্রায়শই ঘটে।

জুলাই মাসে ভারতের উত্তরাঞ্চলে এক ধর্মীয় উৎসবে বিপুল জনসমাগমে বেরোনোর পথ কম থাকায় পদপৃষ্ট হয়ে কমপক্ষে ১২১ জন নিহত হয়েছিল।

XS
SM
MD
LG