বাংলাদেশের পার্বত্য অঞ্চলে চলমান অস্থিরতায় গাড়ি, বাড়িঘর, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়।
খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে বাঙালি ও পাহাড়িদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।
সহিংসতায় চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।