ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রোমের ভিলা প্যানফিলজে ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমারকে স্বাগত জানান। সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪।
মেলোনির সাথে বৈঠকের আগে স্থানীয় সময় দুপুর ১২ টায় রোমের ভিলা ডোরিয়া পামফিলিতে স্টারমারের জন্য স্বাগত অনুষ্ঠান আয়োজন করা হয়।
ইংলিশ চ্যানেলে আরেকটি অভিবাসী নৌকা দুর্ঘটনায় আটজন মারা যাওয়ার একদিন পর অবৈধ অভিবাসন মোকাবেলা করার বিষয়ে আলোচনা করতে স্টারমার রোমে মেলোনির সাথে দেখা করেন।
জুলাই মাসে ব্যাপক সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা লেবার পার্টির স্টারমার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন, যা বহু বছর ধরে ব্রিটিশ রাজনীতিতে একটি বিতর্কিত বিষয়।
লেবার পার্টির স্টারমার ডানপন্থী ব্রাদার্স পার্টির মেলোনির তেমন মিত্র নন, কিন্তু অভিবাসন এখন যুক্তরাজ্যের রাজনৈতিক এজেন্ডার উঁচুতে উঠে এসেছে।
স্টারমারের আশা যে ইতালির কঠোর পন্থা তাকেও যুদ্ধ বা দারিদ্র্য থেকে পালিয়ে আসা লোকেদেরকে নৌকায় করে ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে যাওয়ার প্রচেষ্টা থেকে বিরত রাখতে সাহায্য করবে।