জাপানের প্রধান তিমি শিকার সংস্থা এই ফুটেজ প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে ১৯৭৬ সালের পর এই প্রথম ডানাযুক্ত তিমি, যা নীল তিমির পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাণী, সংস্থাটির নৌবহরে বাণিজ্যিকভাবে ধরা পড়েছে।
বাণিজ্যিকভাবে তিমি শিকারের জন্য মাত্র তিনটি দেশের মধ্যে নরওয়ে এবং আইসল্যান্ডের পাশাপাশি একটি হলো জাপান। এই বছর তার তিমি শিকারের তালিকায় ডানাযুক্ত তিমি যুক্ত করেছে। তালিকাটিতে ইতোমধ্যেই মিনকে, ব্রাইডস এবং সেই তিমি রয়েছে।
জাপান তার পূর্ববর্তী প্রধান জাহাজটি ২০২৩ সালে অবসর নেয়ায় মে মাসে, পূর্ববর্তী জাহাজের প্রতিস্থাপনস্বরূপ তিমি শিকারের বহরের জন্য একটি নতুন "মূল জাহাজ" চালু করে।
"কাঙ্গেই মারু" একটি বিশালদেহী প্রজাতি যার ওজন প্রায় ৯,৩০০ টন। বিপন্ন হতে যাওয়া এই প্রজাতির তিমিকে রক্ষার চেষ্টা বৈজ্ঞানিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
টোকিও বলছে যে তিমি খাওয়া জাপানি সংস্কৃতির অংশ এবং দরিদ্র দেশে "খাদ্য নিরাপত্তা"র বিষয় , যারা প্রচুর পরিমাণে প্রাণীর মাংস আমদানি করে। (এএফপি)