অ্যাকসেসিবিলিটি লিংক

পূর্ব তিমুরে ৬,০০,০০০ মানুষ পোপের প্রার্থনায় অংশ নেয়

১০ সেপ্টেম্বর, মঙ্গলবার, পোপ ফ্রান্সিসের চূড়ান্ত প্রার্থনার জন্য একটি সমুদ্রতীরবর্তী পার্কে আনুমানিক ৬,০০,০০০ মানুষ জড়ো হয়েছেন যা পূর্ব তিমুরের জনসংখ্যার প্রায় অর্ধেক।

এই বিশাল উপস্থিতিতে বোঝা যায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির অধিকাংশ ক্যাথলিকরা গির্জাকে কতটা সম্মান করে। গির্জা তিমুরবাসীদের স্বাধীনতার জন্য তাদের কঠিন লড়াইয়ে সমর্থন করেছিল এবং তাদের সংগ্রামের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করেছিল।

মঙ্গলবার ফ্রান্সিস তাদের খুশি করে, সন্ধ্যার পর অবধি পার্কে থেকে তার ওপেন-টপ্ড পোপমোবাইলে মাঠের চারপাশে ঘুরে বেড়ান। জনসমাগমের সেলফোনের আলো সন্ধ্যাকে আলোকিত করে। (এপি)


XS
SM
MD
LG