অ্যাকসেসিবিলিটি লিংক

জাতীয় সংগীত নিয়ে মন্তব্যের প্রতিবাদে উদীচীর অনুষ্ঠান


সম্প্রতি জাতীয় সংগীতকে কেন্দ্র করে মন্তব্যের প্রতিবাদে শুক্রবার সারা দেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী।

ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় উদীচীসহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানান। তিনি বাংলাদেশের জাতীয় সংগীতকে পরিবর্তন করা 'স্বাধীনতার অস্তিত্বের জন্য সর্বোত্তম' হিসেবেও আখ্যা দেন। এরপরই সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত হয়।

দেশের অনেক নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যমে এটির তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন এবং উদীচী সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি ঘোষণা করে।

XS
SM
MD
LG