অ্যাকসেসিবিলিটি লিংক

পেনশন মোবিলিটি আইনের প্রতিবাদে পুলিশের সাথে আর্জেন্টিনার অবসরপ্রাপ্তদের সংঘর্ষ


৪ সেপ্টেম্বর, বুধবার, আইনসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠের দ্বারা অনুমোদিত অবসর গ্রহণ এবং অবসরভাতার সুবিধাগুলিতে ৮.১ শতাংশ বৃদ্ধিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ভেটো দেন। এর পরে বিক্ষোভ শুরু হলে বুয়েনোস আইরস'এ বিক্ষোভ চলাকালীন অবসরপ্রাপ্তদের সাথে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়।

মিলেই এর সিদ্ধান্তটি ২ সেপ্টেম্বর প্রকাশিত হয়। বিলটি অনুমোদনকারী সেনেটরদের তিনি রাজস্ব সংক্রান্ত বিষয়ে দায়িত্বজ্ঞানহীন বলে অভিযুক্ত করেন এবং প্রশ্ন করেন যে অবসর গ্রহণ এবং অবসর ভাতার সুবিধা বাড়ানোর অর্থ কোথা থেকে আসবে। (এএফপি)

XS
SM
MD
LG