৫ সেপ্টেম্বর, বুধবার, ইতালীয় অগ্নিনির্বাপক কর্মীরা পিসার লিনিং টাওয়ারে অসুস্থ হয়ে পড়া ৪৫ বছর বয়সী এক পর্যটককে উদ্ধার করতে ছুটে যান।
স্থানীয় অগ্নিনির্বাপক দল একটি ক্রেন ব্যবহার করে লোকটিকে নিচে নামিয়ে একটি স্ট্রেচারে তুলে নিয়ে যায় এবং শত শত কৌতূহলী পর্যটক তাকিয়ে ঘটনাটি দেখছিলেন।
টাওয়ারের ষষ্ঠ তলায় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
দমকলকর্মীরা জানিয়েছেন, শ্রীলঙ্কার ঐ ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছিল। (এপি)