৩ সেপ্টেম্বর, মঙ্গলবার, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলিতে বন্যার মধ্যে দুর্যোগ মোকাবিলা কর্মীরা বন্যার্তদের সরিয়ে নিয়েছে।
দূর্যোগ কর্মকর্তারা সোমবার বলেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলিতে তীব্র মৌসুমি বর্ষণ ও বন্যায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে, হাজার হাজার লোককে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
গত দুই দিনে তেলেঙ্গানা রাজ্যে অন্তত ১৬ জন এবং প্রতিবেশী অন্ধ্র প্রদেশে নয়জন নিহত হয়েছে।
তেলেঙ্গানায় প্রায় ৩,৮০০ জনকে উদ্ধার করা হয়েছে এবং ত্রাণ শিবিরে স্থানান্তর করা হয়েছে।
সোমবার, ভারতীয় বিমান বাহিনী বলেছে যে তারা উভয় রাজ্যে ২০০ জনের বেশি উদ্ধার কর্মকর্তা এবং ৩০ টন জরুরি সামগ্রী পাঠিয়েছে।
প্রতি বছর বৃষ্টিপাত ব্যাপক ধ্বংস ঘটায়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন আবহাওয়ার ধরণ পরিবর্তন করছে এবং চরম আবহাওয়াজনিত দুর্ঘটনার সংখ্যা বাড়িয়ে তুলছে। (এএফপি)