৩ সেপ্টেম্বর, মঙ্গলবার, টাইফুন শানশান এর আঘাতের পর থেকে ভারী বৃষ্টিপাত চলছে জাপানের পূর্বাঞ্চলে।
মঙ্গলবারের একজন প্রত্যক্ষদর্শীর ভিডিওতে জাপানের ইচিহারা শহরের একটি প্লাবিত রাস্তায় যানবাহন আটকা পড়ে থাকতে দেখা গেছে।
গত বৃহস্পতিবার টাইফুন শানশান জাপানের দক্ষিণ উপকূলে আঘাত হানে।
স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের ঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা জারি করে । (রয়টার্স)