অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমধ্যসাগরে নৌকা থেকে উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি


২৭ আগস্ট, সোমবার, একটি দাতব্য সংস্থা তিউনিসিয়ার ভূমধ্যসাগরীয় অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলে একটি জনাকীর্ণ রাবারের নৌকা থেকে ৪৩ জনকে উদ্ধার করেছে।

রবিবার উপকূলবর্তী এনজিও সি ওয়াচ প্রথম নৌকাটি দেখতে পায় এবং তারা আশেপাশের সমস্ত কর্তৃপক্ষকে সতর্ক করে দেয়।

সি ওয়াচের মতে, যখন নৌকাটি প্রথম দেখা গিয়েছিল তখন প্রায় ১২ জন মানুষ পানিতে ছিল, সম্ভবত নৌকাটিকে ডুবে যাওয়া থেকে বিরত রাখতে এবং জাহাজে থাকা শিশুদের রক্ষা করতে।

রিসকশিপ সংস্থাটি সোমবার সন্ধ্যায় আটকে পরা অভিবাসীদের উদ্ধার করতে এসেছিল। রিসকশিপ তাদের পালতোলা নৌকা ব্যবহার করে অভিবাসীদের উদ্ধার করে।

উদ্ধারকৃতদের বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান, সুদান এবং মিশর থেকে এসেছিলেন। এদের মধ্যে সাতজন নারী ও চারজন শিশু রয়েছে। (এপি)

XS
SM
MD
LG