অ্যাকসেসিবিলিটি লিংক

আনসার বাহিনীর ৩৮৮ জন সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ


বিক্ষোভকারী আনসার সদস্যরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। ২৫ আগস্ট, ২০২৪।
বিক্ষোভকারী আনসার সদস্যরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। ২৫ আগস্ট, ২০২৪।

চাকরি জাতীয়করণের দাবিতে হামলা ও ভাঙচুরের মামলায় ৩৮৮ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সচিবালয় অবরুদ্ধ করে শিক্ষার্থী ও সেনাদের ওপর হামলার অভিযোগে সোমবার (২৬ অগাস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এ আদেশ দেন।

ঢাকার রমনা, শাহবাগ, পল্টন ও বিমানবন্দর থানার পৃথক চার মামলায় ৩৮৮ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়।

সোমবার (২৬ আগস্ট) আনসার সদস্যদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন ৩৮৮ আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, এদিন শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার ১৮৯ জন, রমনা থানার মামলায় ৯৮ জন, পল্টন থানার মামলায় ৯৫ জন ও বিমানবন্দর থানার মামলায় গ্রেপ্তার দেখানো ৬ জন আনসার সদস্যকে আদালতে আনা হয়।

এ চার থানার মামলায় অন্তত ৪২৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়াও অন্তত ৩ হাজার অজ্ঞাতনামা আনসার সদস্যকে আসামি করা হয়েছে।

রবিবার (২৫ অগাস্ট) রাতে আনসার বাহিনীর সদস্যরা তাদের দাবী আদায়ের লক্ষ্যে সচিবালয় ঘেরাও করে রাখলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শত শত ছাত্র সেখানে যান এবং বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে লিপ্ত হন। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের কাছে বক্তব্য রাখছেন, ২৬ অগাস্ট, ২০২৪।
অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের কাছে বক্তব্য রাখছেন, ২৬ অগাস্ট, ২০২৪।

'ষড়যন্ত্রের' বিরুদ্ধে আসিফ নজরুলের বার্তা

অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল আন্দোলনরত আনসারদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যলয়ের ছাত্র ভূমিকার প্রশংসা করে হুশিয়ারি দেন যে, এই ঘটনা থেকে একটি বার্তা দেয়া হয়েছে।

“যে জাগ্রত ছাত্র সমাজ, যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তারা আবারো তাদের যে, অপরিসীম ত্যাগের ভূমিকা, তারা এই পুরা পরিস্থিতি মোকাবেলা করেছে,” ড. নজরুল সোমবার মিডিয়াকে বলেন।

তিনি অভিযোগ করেন যে আনসার বাহিনীর “ছদ্মাবরনে” যারা এসেছিল তাদের দাবী আদায়ের কোন অ্যাজেনন্ডা ছিল না। “তারা একটা অসম্ভব দাবী করেছিল গণ্ডগোল করার উদ্দেশ্যে। তাদের দাবী ছিল এক্ষনি, রাত ১০টায় প্রজ্ঞাপন করে তাদের জাতীয়করণ করে হবে,” তিনি বলেন।

আসিফ নজরুল বলেন রবিবার রাতে ছাত্ররা “ষড়যন্ত্র” প্রতিহত করেছে এবং ভবিষ্যতেও করবে।

“যারা অপসক্তির দোসর আছে, যারা বিভিন্ন ছদ্মাবরনে ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করতে চায় তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে, এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোন ষড়যন্ত্র সফল হবেনা,” তিনি বলেন।

“যারা ষড়যন্ত্র করবে, যারা এই ছাত্র-জনতার অভ্যুত্থানকে দাবী আদায়ের ছদ্মাবরনে বা বিভিন্ন অজুহাতে যারা এটাকে নস্যাৎ করতে চাবে ... তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যাবস্থা নিবো, প্রচলিত আইন আছে, এছাড়া ছাত্র সমাজ জাগ্রত আছে, এই ছাত্র সমাজকে পরাজিত করা বা বিভ্রান্ত করা যাবে না,” আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা বলেন।

মামলার অভিযোগ

এসব মামলার অভিযোগে বলা হয়, রবিবার রাত ৯টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় কিছু আনসার সদস্য পল্টন মডেল থানাধীন জিরো পয়েন্ট এলাকায় রাজপথ অবরোধ করে রাখে।

পুলিশ তাদের ঘটনাস্থল থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধ অমান্য করে রাস্তা অবরোধের মাধ্যমে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

সচিবালয়ে সমন্বয়ক

ঢাকার সচিবালয় এলাকায় রবিবার (২৫ অগাস্ট) আনসার বাহিনীর সদস্যদের সাথে ছাত্রদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

সংঘর্ষের সময় সচিবালয়ে আটকা পড়ে অসুস্থ হয়ে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ এমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়।

"জরুরি বিভাগের ওসেকে তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার বড় ধরনের কোনো সমস্যা হয়নি," বাচ্চু মিয়া বলেন।

স্থানীয় সাংবাদিক খালিদ হাসান ভয়েস অফ আমেরিকাকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আনসার সদস্যরা আটকে রেখেছে - এমন খবর পেয়ে বিক্ষুব্ধ ছাত্ররা রাত ৮টার পর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকে। রাত ৯ টায় সচিবালয়ের উদ্দেশে রওনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

সামাজিক মাধ্যমে ভিডিওতে ছাত্রদের অনেককে এ’সময় লাঠি-সোটা বহন করতে দেখা যায়।

ছাত্ররা সচিবালয়ে পৌঁছালে তাদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষ বাঁধে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে এবং পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে বলে জানান খালিদ হাসান।

রেস্ট টাইম প্রথা বাতিল

আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে বৈঠক করে ২৫ আগস্ট বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “আনসারদের ৬ মাসের রেস্ট প্রথা আর থাকবে না। এটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।”

তবে তিনি জানান, তাদের চাকরি জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে।

রেস্ট টাইম প্রথা সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আনসার আইনে বলা হয়েছে, একজন আনসার সদস্য টানা তিন বছর কাজ করার পর তাকে ছয় মাসের ছুটিতে পাঠানো হয়। এটাকে রেস্ট টাইম প্রথা বলা হয়। তারা ছয় মাস পর আবার কাজে যোগ দিতে পারবে। কিন্তু রেষ্টটাইম সময়ে তারা সরকারি বেতন পায় না। ফলে অর্থিকভাবে অভাব অনটনের মধ্যে তাদের দিন কাটাতে হয়।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, "বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীন সাধারণ আনসার সদস্যদের দাবি-দাওয়ার বিষয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে।”

XS
SM
MD
LG