অ্যাকসেসিবিলিটি লিংক

সেন্টমার্টিনে আগুনে পুড়ে গেছে ৩ রিসোর্ট


সেন্টমার্টিনের ৩টি ইকো রিসোর্ট আগুনে পুড়ে গেছে। ১৪ জানুয়ারি, ২০২৫।
সেন্টমার্টিনের ৩টি ইকো রিসোর্ট আগুনে পুড়ে গেছে। ১৪ জানুয়ারি, ২০২৫।

আগুনে পুড়ে গেছে সেন্টমার্টিনের ৩টি ইকো রিসোর্ট। মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে কক্সবাজারের সেন্টমার্টিনের গলাচিপা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। ৩টি রিসোর্টে ২৬টি কক্ষ ছিল। সবগুলো ভস্মীভূত হয়ে গেছে। তবে এ সময় কোনো পর্যটক হতাহত হয়নি বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০মিনিটের দিকে সেন্টমার্টিনের গলাচিপা এলাকার বিচ ভ্যালি, কিংশুক ও সাইরি ইকো রিসোর্টে আগুন লাগে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও ইকো রিসোর্টে মালিকদের বরাত দিয়ে মুজিবুর রহমান বলেন, “মধ্যরাতে সেন্টমার্টিনের পশ্চিম সৈকতের গলাচিপায় অবস্থিত সাইরি ইকো রিসোর্টের অভ্যর্থনাকক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।”

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এতে সাইরির অভ্যর্থনাকক্ষ, পাশে থাকা বিচ ভ্যালির ১৮টি কক্ষ, কিংশুক ইকো রিসোর্টে ৭টি কক্ষ পুড়ে যায়। বাতাস থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে ভুক্তভোগী ব্যক্তিরা জানান।

সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দা, পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পর্যটকের মালামাল পুড়ে গেছে। তারা নির্ঘুম রাত কাটিয়েছেন। কটেজগুলোয় আগুন নিয়ন্ত্রণের বিকল্প কোনো ধরনের ব্যবস্থা না থাকায় সব কটি কক্ষ পুড়ে গেছে।

নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে আগুন নেভানোর কাজ করছেন স্থানীয় লোকজন ও পর্যটকেরা।

সেন্টমার্টিনের দায়িত্বে থাকা টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার খবর শুনে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। ক্ষয়ক্ষতি এখনো নিরুপণ করা হয়নি।

XS
SM
MD
LG