অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুর্বৃত্তদের হামলা; প্রায় ২৫টি গাড়ি ভাঙচুর


বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ অফিসসহ ২০-২৫টি গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা। ১৯ আগস্ট, ২০২৪।
বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ অফিসসহ ২০-২৫টি গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা। ১৯ আগস্ট, ২০২৪।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুর ২টার দিকে একদল লোক হকিস্টিক নিয়ে জোর করে প্রধান ফটক খুলে অফিসে ঢুকে ভাঙচুর চালায়।

দুর্বৃত্তরা ক্যাপিটাল রেডিওর অফিসে ঢুকে ভাঙচুর চালায়। এসময় তারা টেবিল, কম্পিউটার ও এসি ভাঙচুর করে। নিউজ টোয়েন্টি ফোর এর অফিসের বাইরের কিছু কাঁচ ভাংচুর করে। এছাড়া বাংলাদেশে প্রতিদিন ও কালের কণ্ঠের ভবনের বাইরে থেকে কিছু কাঁচ ভেঙে দেয়।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের তিনটি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ ২৪, নিউজ ২৪, টি স্পোর্টস ও ক্যাপিটাল রেডিওর অফিস রয়েছে।

এছাড়াও অফিস চত্বরে পার্ক করা গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা।

বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেস্টা আবু তৈয়ব ভয়েস অফ আমেরিকাকে বলেন, "অতর্কিতভাবে ৬০-৭০ জন বহিরাগত লোক ঢুকে আমাদের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ভবনে ভাংচুর করে।”

আবু তৈয়ব জানান, “সাধারণত অফিসের সামনে খোলা জায়গায় সব সময় গাড়ি পার্কিং করা থাকে। সেখানে এসব অফিসের সাংবাদিকদের যেমন গাড়ি থাকে, তেমনি কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি থাকে। দুষ্কৃতকারীরা সেখানে থাকা ১৪-১৫ গাড়িসহ ৪০-৫০ টি মোটরসাইকেল ভাংচুর করে।"

হামলার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং স্থানীয় শিক্ষার্থীরা গিয়ে হামলার নিন্দা ও সমবেদনা জানিয়ে এসেছেন বলেও উল্লেখ করেন আবু তৈয়ব।

গুলশান বিভাগের উপ-কমিশনার রিয়াজুর হক ভয়েস অফ আমেরিকা বলেন, “হামলার খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে আমাদের টিম গিয়েছিল। সরেজমিনে গিয়ে দেখে এসেছেন। এখন আমরা খোঁজ-খবর নিচ্ছি কারা এই হামলা করেছেন। কারা করতে পারেন।"

এই প্রতিবেদন করা পর্যন্ত এই হামলার ঘটনায় বসুন্ধরা কর্তৃপক্ষের কাছ থেকে তাঁরা কোনও অভিযোগ পাননি বলে জানান উপ-কমিশনার রিয়াজুর হক।

XS
SM
MD
LG