হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবির বিষয়টি প্রাসঙ্গিক বলে উল্লেখ করেছেন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যে তিনি হিন্দু মহাজোটের সাথে কথা বলেছেন। “আমি তাদের কথা দিয়েছি এ বিষয়ে আমি অবশ্যই কথা বলবো;” তিনি আরো বলেন।
“দুর্গাপূজা তাদের সবচেয়ে বড় পূজা। আমি তাদের বলেছি, এ মন্ত্রণালয়ের তরফ থেকে আমি শক্ত ভাবে সুপারিশ করবো যাতে দুর্গাপূজায় তিন দিন ছুটি হয়। অন্তত যেন দুই দিন ছুটি হয়। কারণ একদিন ছুটি হওয়ায় যারা চাকরি করেন, তারা যেতে পারে না;” যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরো বলেন, “আপনারা অনেকে আমাকে নির্বাচন কমিশনে দেখেছেন, আমি মিশন নিয়ে আসি এবং সেটা পূরণ করার চেষ্টা করি। নির্বাচন নিয়েও তাই করেছিলাম। এবার আমার আরেকটি মিশন হচ্ছে ‘পলিটিক্যাল পার্টি অ্যাক্ট’। এটা নিয়ে আমরা বসবো এবং তৈরি করবো। এই অ্যাক্টের মধ্যে যারা রাজনীতি করতে পারবে করবে, না পারলে করবে না।”