ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র , শুক্রবার, ৯ আগস্ট, ডোনেটস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকার একটি সুপার মার্কেটে আঘাত হানে। হামলায় কমপক্ষে দশজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগুন নেভানো হয়েছে।
রাশিয়া পোকরোভস্কের কৌশলগত ইস্টার্ন লজিস্টিক হাবের দিকের এলাকাগুলিকে লক্ষ্যবস্তু করার কারণে এই অঞ্চলটি যুদ্ধের অন্যতম উত্তপ্ত এলাকা।
ওদিকে, রাশিয়া এই সপ্তাহে ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে আন্তঃসীমান্ত আক্রমণ শুরু করেছে বলে অভিযোগ করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী এখনও এই অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করেনি। (রয়টার্স)
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে। দু'বছর পরও ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রয়েছে।
👉 আরও পড়ুন:https://www.voabangla.com/a/7736487.html
বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।