নজরদারি এবং প্রত্যক্ষদর্শীর ফুটেজে, ৯ আগস্ট শুক্রবার, পূর্ব চীনের এক ব্যস্ত বন্দরে নোঙ্গর করা একটি কার্গো জাহাজে বিস্ফোরণের নাটকীয় মুহূর্তটি দেখা যাচ্ছে।
তাইওয়ানের শিপিং ফার্ম ইয়াং মিং মেরিন ট্রান্সপোর্ট কর্পোরেশন জানিয়েছে, শুক্রবার চীনের নিংবো-ঝুশান বন্দরে তাদের একটি পণ্যবাহী জাহাজে আগুন লেগেছে।
এর আগে, চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছিল যে বন্দরে একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং এক কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয়েছে। (রয়টার্স)