অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস আমেরিকান নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার বা চলে যাবার পরামর্শ দিয়েছে


ঢাকায় ভাংচুর এবং অগ্নিসংযোগে বিধ্বস্ত শপিং সেন্টারের পাশ দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে। ফটোঃ ৭ অগাস্ট, ২০২৪।
ঢাকায় ভাংচুর এবং অগ্নিসংযোগে বিধ্বস্ত শপিং সেন্টারের পাশ দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে। ফটোঃ ৭ অগাস্ট, ২০২৪।

বাংলাদেশের রাজধানী ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের নাগরিকদের নিরাপদ থাকার জন্য নির্দেশনা দিয়েছে। এক বিবৃতিতে দূতাবাস থেকে বলা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর রাতে ছয় ঘণ্টা সান্ধ্য আইন বলবত আছে। রাস্তায় পুলিশ বাহিনী অনুপস্থিত থাকায়, ঢাকা, তার সংলগ্ন এলাকা এবং গোটা বাংলাদেশে ভাংচুর, অগ্নিসংযোগ এবং হামলার মারাত্মক ঘটনা ঘটছে।

“বর্তমান অস্থির এবং অনিশ্চিত পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর অভাব এবং আরও সহিংসতার সম্ভাবনা থাকায়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের উচিত নিরাপদ জায়গায় আশ্রয় নেয়া। তাদের যুক্তরাষ্ট্রে ফিরে যাবার কথাও গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত, যদি নিরাপদে সেটা করা যায়,” বিবৃতিতে বলা হয়।

বিবৃতিতে বলা হয়, সরকার পরিবর্তনের সাথে আরও সহিংসতার সম্ভাবনা আছে। সমাবেশ আর নতুন বিক্ষোভ অনিশ্চিত এবং যেকোনো সময় শুরু হয়ে যেতে পারে।

“ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন; স্থানীয় ঘটনাবলী সহ আপনার আশে-পাশের পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকুন; এবং সর্বশেষ তথ্যর জন্য স্থানীয় খবর মনিটর করুন,” বিবৃতিতে বলা হয়।

“ঢাকার প্রধান বিমান বন্দর হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর খোলা আছে এবং ফ্লাইট আবার শুরু হয়েছে। আঞ্চলিক বিমানবন্দরগুলোও খোলা আছে। যুক্তরাষ্ট্রের নাগরিক যারা চলে যেতে চান, তাদের অনলাইনে বা স্থানীয় টিকেট অফিস থেকে টিকেট কিনতে হবে।”

কিছু এয়ারলাইন্স অফিসের স্থানীয় নম্বর নিচে দেয়া হল:

১. ক্যাথে প্যাসিফিক: +৮৮০ ১৭৬৬৬ ৯৮১৭০, +৮৮০ 17666 98১৬৮

২. কাতার এয়ারলাইন্স: +৮৮০ ৯৬১০ ৮০০৮০০

৩. এমিরেটস: + ৮৮০ ৯৬০ ৯০০ ১১৩৩

৪. সিঙ্গাপুর এয়ারলাইন্স: +৮৮০ ১৮৪১২ ৮৯১৭৩, +৮৮০ ২২২২২২ ৮৪৯৮২

৫. থাই এয়ারলাইন্স: +৮৮০ ২৮৯০১৮০৭, +৮৮০ ২২২২২৯০০২৩, +৮৮০২২২২২ ৯৬২২৫

৬. টার্কিশ এয়ারলাইন্স: +৮৮০ ৯৬১৪ ১১১৫৫৫

৭.সৌদি এয়ারলাইন্স: +৮৮০২৫৫০ ২৮০৭০

৮. ইউএস বাংলা এয়ারলাইন্স: +৮৮০১ ৭৭৭৭৭৭ ৮১০

৯. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: +৮৮০৯৬১৭ ১১১৮৮৮, +৮৮০২৮৯০ ১৬০০

১০. এয়ার ইন্ডিয়াঃ +৮৮০১৮৪৭ ২৯১৩৮৮

বিবৃতিতে বলা হয়, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস শুধু সীমিত কার্যকলাপের জন্য খোলা থাকবে এবং পরিবারের সদস্য আর যাদের কাজ জরুরী নয়, তাদের চলে যেতে বলা হয়েছে।

“পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল নিয়ম মাফিক কন্সুলার সেবা বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাসের স্টাফ বর্তমানে নিরাপদ আশ্রয়ে আছে। জরুরী যুক্তরাষ্ট্র নাগরিক সেবার জন্য দয়া করে এই ঠিকানায় যোগাযোগ করুন: DhakaACS@state.gov

বিবৃতিতে প্রয়োজনীয় পদক্ষেপের তালিকা দেয়া হয়:

  • বড় জনসমাগম এবং বিক্ষোভ এড়িয়ে চলুন, প্রয়োজন হলে নিরাপদ স্থানে আশ্রয় নিন।
  • সব সময় আপনার আশে-পাশের পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকুন
  • স্থানীয় খবর মনিটর করুন
  • সজাগ থাকুন
  • জরুরী যোগাযোগের জন্য আপনার চার্জ করা মোবাইল সব সময় সাথে রাখুন
  • বাংলাদেশ থেকে চলে যাওয়া গুরুত্বের সাথে বিবেচনা করুন, ফ্লাইট সম্পর্কে খোঁজ নিন
  • প্রয়োজনীয় জিনিস মজুদ রাখুন

বিবৃতিতে সাহায্যের জন্য যোগাযোগের তালিকা দেয়া হয়েছে:

  • যুক্তরাষ্ট্রের দূতাবাস, ঢাকা, বাংলাদেশ - +৮৮ ০২ ৫৫৬৬ ২০০০
  • DhakaACS@state.gov
  • https://bd.usembassy.gov/
  • স্টেট ডিপার্টমেন্ট – কন্সুলার অ্যাফেয়ার্স – ৮৮৮-৪০৭-৪৭৪৭ অথবা ২০২-৫০১-৪৪৪৪
  • Smart Traveler Enrollment Program (STEP) এ যোগ দিয়ে নিরাপত্তা বিষয়ক আপডেট পাবেন।
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক এবং এক্স, প্রাক্তন টুইটারে ফলো করুন।
XS
SM
MD
LG