সোমবার বিকেলে কারফিউ উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।
তাদের অনেকে আশপাশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় প্রবেশ করেছেন।
শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্লোগানে মুখরিত হয়ে ওঠেছে ঢাকার রাস্তা।
বাংলাদেশের গণমাধ্যম জানাচ্ছে, শত শত বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর দফতর এবং বাসভবন গণভবনে প্রবেশ করে উল্লাস করছে। টেলিভিশন চ্যানেলে প্রচার করা দৃশ্যতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা গণভবন থেকে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে।
বাংলাদেশের সেনা বাহিনী প্রধান জেনেরাল ওয়াকার উয-জামান বলেছেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। তিনি নিশ্চিত করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় তাঁর দফতর এবং বাসভবন গণভবন ছেড়ে কোন “নিরাপদ স্থানে” গিয়েছেন বলে একাধিক আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছে।
লাইভ ব্লগ: https://www.voabangla.com/a/7724082.html