অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ‘পার্ক ফায়ারে’ তৈরি হলো অগ্নি-ঝড়


২৫ জুলাই, বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ‘পার্ক ফায়ারে’র লেলিহান আগুনের ফলে বিরল ও বিপজ্জনক অগ্নি-ঝড় সৃষ্টি হয়েছে।

বুধবার জ্বলে ওঠা এই আগুন ইতোমধ্যে ১ লক্ষ ২০ হাজার একরের বেশি এলাকা গ্রাস করে নিয়েছে এবং মাত্র ৩ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।

টাইম-ল্যাপ্স ভিডিওতে এই অগ্নি-ঝড়ের নাটকীয় মুহূর্ত ধরা পড়েছে। দেখা গেছে, আগুন ও ছাইয়ের একটি ঘূর্ণায়মান শিখা। অগ্নিশিখার চারধারে তীব্র তাপ ও ব্যাপক বাতাসের ফলে এই আগুন আরও ব্যাপক আকার ধারণ করেছে।

বাতাসের উত্তাল পরিস্থিতি ও আগুনের তাপ মিলে এই বিরল ঘটনা ঘটিয়েছে। এর ফলে বাতাস ও আগুনের ঘূর্ণায়মান স্তম্ভ তৈরি হয়েছে যা মারাত্মক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। (রয়টার্স)

XS
SM
MD
LG