অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে প্লেন দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানি


নেপালের সোরিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান রাজধানী কাঠমান্ডু থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে আগুন লেগে যাওয়ায় ১৮ জন নিহত হয়। বুধবার, ২৪ জুলাই, ২০২৪।

কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি দুই ক্রু সদস্য এবং ১৭ জন প্রযুক্তিবিদ নিয়ে নেপালের নতুন পোখরা বিমানবন্দরে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য যাচ্ছিল।

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর ঘটনাস্থলের একজন মুখপাত্র বলেছেন, শুধুমাত্র ক্যাপ্টেনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন যে দুর্ঘটনার পর বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যে আবার খুলে দেওয়া হয়।

XS
SM
MD
LG