অ্যাকসেসিবিলিটি লিংক

খারকিভে ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের দমকলকর্মীরা কাজ করছেন


ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসের প্রকাশিত এই ফুটেজে দেখা যাচ্ছে খারকিভ অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর দমকলকর্মীরা কাজ করছেন। ২৪ জুলাই, ২০২৪।

কর্তৃপক্ষের মতে, মস্কো আগের রাতে আক্রমণে চালিয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ২০ টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে। এর ফলে বেশ কয়েকজন আহত হয়।

খারকিভ অঞ্চলটি দীর্ঘদিন ধরে রাশিয়ান হামলার লক্ষ্যবস্তু। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে হামলা আরো তীব্র হয়েছে, এবং বেসামরিক অবকাঠামোতেও আঘাত করা হচ্ছে।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে। দু'বছর পরও ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রয়েছে।

XS
SM
MD
LG