অ্যাকসেসিবিলিটি লিংক

কোটা আন্দোলন: অনেক ভারতীয় নাগরিক বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন


বাংলাদেশে অবস্থান করছিলেন শিক্ষার্থিসহ এমন অনেক ভারতীয় নাগরিককে বাংলাদেশ-ভারত সীমান্তের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করতে দেখা যাচ্ছে। বাংলাদেশে চলমান সহিংসতার কারণে তাঁরা এসময় ভারতে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধির জাইসোয়াল শুক্রবার জানিয়েছিলেন, "সে দেশে (বাংলাদেশে) প্রায় সাড়ে আট হাজার ভারতীয় ছাত্র এবং ১৫ হাজার ভারতীয় নাগরিক আছেন।

আমরা একটি ভ্রমণ পরামর্শ প্রকাশ করেছি, যাতে হাই কমিশনের সাথে যোগাযোগ করা এবং আমাদের কাছ থেকে তাদের কোনো সাহায্য লাগলে তারা সেটা পায়।

পররাষ্ট্রমন্ত্রী নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। হাই কমিশন সেখানকার পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট দেবে। আমরাও নিয়মিত আপডেট দেবো, আমরা বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের পরিবারের সব সদস্যকে যোগাযোগ রাখার আহ্বান জানাচ্ছি।

নিয়মিত আপডেটের জন্য আমাদের ফলো করুন। আমরা আমাদের সব নাগরিককে সম্ভাব্য সব সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

XS
SM
MD
LG