অ্যাকসেসিবিলিটি লিংক

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম: শহরের নির্ধারিত আয়ের মানুষ খুব বেশি চাপে আছে


সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ২৬ জুন, ২০২৪।
সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ২৬ জুন, ২০২৪।

শহরের নির্ধারিত আয়ের মানুষ খুব বেশি চাপে আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেন, “মানুষের কাছে টাকা আছে। গত তিন মাসে দুই বিলিয়ন করে রেমিট্যান্স এসেছে। যেটা পয়েন্ট টু পয়েন্ট ৩৮ শতাংশ। … এই রেমিট্যান্সটা শহরে আসে না, কোনো ব্যাংকে আসে না, গ্রামে চলে যায়। গ্রামের মানুষের ক্রয়ক্ষমতা এটার কারণেও বাড়ে। গ্রামের মানুষ যারা উৎপাদন করে তারা কিন্তু শহরের নির্ধারিত আয়ের লোকের চেয়ে ভালো আছে। … আমাদের নির্ধারিত আয়ের লোকগুলো খুব বেশি চাপে আছে। তাদের জন্য টিসিবিসহ অন্য কর্মসূচি আছে।”

বুধবার (২৬ জুন) বাংলাদেশ সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চিনি ও তেলের সরবরাহ ও দাম গত ৫–৬ মাস স্থিতিশীল আছে উল্লেখ করে আহসানুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত আমরা নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে পেরেছি। বিশেষ করে চিনি ও তেল।”

আহসানুল ইসলাম আরও বলেন, “উন্নয়নশীল দেশে উন্নীত হলে আমাদের স্বল্পোন্নত দেশের সুবিধাগুলো যাতে অব্যাহত থাকে, সেজন্য ডব্লিউটিওসহ বিভিন্ন জোটের সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে আমরা বাণিজ্য চুক্তি করছি। … ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) কোটা ফ্রি, ডিউটি ফ্রি সুবিধা যাতে অব্যাহত থাকে। সেই ব্যাপারে আমরা কাজ করছি।”

তিনি বলেন, “নরেন্দ্র মোদি (ভারতের প্রধানমন্ত্রী) ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সঙ্গে দ্রুত কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করবেন। চীনের সঙ্গে আমাদের স্টাডি সম্পূর্ণ হয়েছে। চীন একটি এফটিএ করার জন্য উদ্যোগী। আসিয়ান কান্ট্রিগুলোর সঙ্গেও আমাদের যোগাযোগ বৃদ্ধি করেছি।”

বোতলজাত পানির দাম বাড়ার কারণ অনুসন্ধান করা হবে

সংলাপে বোতলজাত পানির দাম বাড়ার প্রসঙ্গে আহসানুল ইসলাম বলেন, এ বিষয়ে খবর নেওয়া হবে।

তিনি বলেন, “আমি প্রথম শুনলাম এটা। খবর নেব, কেন বাড়ানো হয়েছে।”

এ ব্যাপারে সরকারের যা করণীয় তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সরকার সাবান ও গুঁড়া সাবানের দাম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেবে কি না জানতে চাইলে তিনি বলেন, “সাবান নিয়ে এর আগে কেউ প্রশ্ন করে নাই। এটা নিয়ে কোনো কিছু করণীয় আছে কি না সেটা দেখব। অনেক বিষয় আছে সেটা আমাদের কি না দেখতে হবে। শিল্পগুলো শিল্প মন্ত্রণালয়ের। তাই সাবানের দাম নির্ধারণের এখতিয়ার আমাদের আছে কি না, সেটা দেখে আপনাদের জানাব।”

বাজারে আলুর দাম ৭০ টাকা কেজি, পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা কেজি, এটা স্বাভাবিক কি না এ প্রশ্নে আহসানুল ইসলাম বলেন, “বাজারে আলু–পেঁয়াজ পর্যাপ্ত আছে, এটাকে স্বাভাবিক বলে মনে করি। … দ্রব্যের দাম নির্ভর করে বাজারের চাহিদা ও সরবরাহের ওপর। আমরা যদি সরবরাহ করতে পারি তাহলে দাম কমে যাবে। যতক্ষণ পর্যন্ত বাজারে আলু ও পেঁয়াজ কম দামে সরবরাহ না থাকবে ততক্ষণ পর্যন্ত বাজারে যে মূল্য আছে সে মূল্যটাকে আমাকে মূল্য হিসেবে দেখতে হবে। আমি চাইলেই কাউকে এমন কোনো আইন করে বলতে পারব না, পেঁয়াজের দাম এত। সেটা কৃষি বিপনন অধিদপ্তর বলতে পারবে।”

সংলাপে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। সঞ্চালনায করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

XS
SM
MD
LG