অ্যাকসেসিবিলিটি লিংক

‘তুচ্ছ ঘটনায় মামলা দায়ের করা বন্ধ না হলে জট কমানো অসম্ভব’, বললেন প্রধান বিচারপতি


নাটোর আদালত প্রাঙ্গণে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ২৫ জুন, ২০২৪।
নাটোর আদালত প্রাঙ্গণে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ২৫ জুন, ২০২৪।

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন যে তুচ্ছ ঘটনায় মামলা দায়ের বন্ধ না হলে মামলাজট কমানো সম্ভব নয়। গুরুত্বহীন বিষয় নিয়ে সৃষ্ট বিরোধ সামাজিকভাবে নিষ্পত্তির পরামর্শ দেন তিনি।

মঙ্গলবার সকালে (২৫ জুন) নাটোর আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন শেষে এ কথা বলেন প্রধান বিচারপতি। “প্রতি বছর নতুন দায়ের করা মামলার ২০ শতাংশ অমিমাংশিত থেকে যায়। বিচারকরা সাধ্যমত চেষ্টা করেও সব মামলা শেষ করতে পারেন না;” উল্লেখ করেন ওবায়দুল হাসান।

তিনি বলেন, প্রতি বছর পুরাতন মামলার সঙ্গে যোগ হয় নতুন মামলা। ফলে মামলাজট থেকেই যায়। এই মামলা নিষ্পত্তি করতে হলে দ্বিগুন বিচারক নিয়োগ করতে হবে। যেটা সম্ভব নয়। তাই জট কমাতে ছোট-খাটো বিষয় সমাজিকভাবে নিষ্পত্তি করতে হবে।

এ বিষয়ে গণমাধ্যমকর্মীসহ সকলকে উদ্যোগ নেয়ার আহবান জানান প্রধান বিচারপতি। একই ধরণের মামলা একসঙ্গে করে নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানান তিনি।

এসময় প্রধান বিচারপতির সঙ্গে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রুহুল কুদ্দুস, জেলা ও দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণু, জেলা প্রশাসক আবু নাছের ভুঞাঁ, পুলিশ সুপার তারিকুল ইসলাম এবং জেলার বিচারকরা।

XS
SM
MD
LG