অ্যাকসেসিবিলিটি লিংক

আইএমএফ পদ্ধতিতে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১,৮৬৩ কোটি ডলার, সংসদে অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

চলতি বছরের মে মাস পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২,৪১৪ কোটি ডলার। সোমবার (২৪ জুন) সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একথা জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি আরো বলেন, “আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী বাংলাদেশের রিজার্ভের পরিমাণ ১,৮৬৩ কোটি ৩৫ লাখ ডলার।

পটুয়াখালী-১ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদারের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের মার্চ পর্যন্ত মোট রিজার্ভের পরিমাণ দিয়ে সাড়ে চার মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা রয়েছে বাংলাদেশের।

বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সাধারণত একটি দেশের তিন মাসের আমদানি ঋণ পরিশোধের সক্ষমতা থাকলে তা রিজার্ভ সংকট হিসেবে বিবেচিত হয় না।

তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান রিজার্ভের পরিমাণ প্রায় ২,৪৪০ কোটি ডলার; যা দিয়ে প্রায় পাঁচ মাসের আমদানি দায় পরিশোধ করতে সম্ভব।”

লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১,০৫৭ কোটি ২৯ লাখডলার।এই সময়ের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বলে জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আওয়ামী রীগের সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ৭৮৪ ডলার।

XS
SM
MD
LG